বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন আসিফ আকবর
৬ই অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার আগেই ১লা অক্টোবর বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এদিকে সকালেই সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ আরো ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যার ফলে চট্টগ্রাম থেকে গায়ক আসিফ আকবরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে কোনও ধরনের বাধা থাকেনি।
বুধবার বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাদের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন মীর হেলাল উদ্দিন। সেখান থেকে একজন প্রার্থী অর্থাৎ গায়ক আসিফ আকবর থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন।
এদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আহসান ইকবাল চৌধুরী।