ঢাকার আশুলিয়ার পোশাক কারখানায় ভয়াবহ আগুন
ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।সোমবার দুপুর ১২:১৫ মিনিটের দিকে আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। কিন্ত এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় কমপক্ষে ৪১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১২টায় আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সঙ্গে সঙ্গেই আগুন লাগার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কারখানার সকল গেট খোলা হয় ও শ্রমিকদের নিরাপদে বের করে দেয়া হয় বলে জানানো হয়।
