সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরব,পাকিস্তান ও ভারতের একাধিক শীর্ষ আলেম। আগামী নভেম্বর মাসে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নেবেন তাঁরা।

মঙ্গলবার আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব ও সম্মিলিত খতমে নবুওয়াতের সদস্য সচিব এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, বিশ্বের অন্যতম সর্বোচ্চ মুসলিম স্কলার, পাকিস্তানের বিশিষ্ট আলেমে দীন আল্লামা মুফতি তাকী উসমানীর কাছেও আমাদের দাওয়াত পৌঁছানো হয়েছে। তিনি আসবেন কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত করেননি। কিন্ত আমরা আশা করি তিনি আমাদের দাওয়াত কবুল করবেন। আমন্ত্রিত অতিথিরা হলেন, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানি (ভারত), ভারতের প্রভাবশালী ধর্মীয় নেতা ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি (ভারত), মক্কা শরিফের মাওলানা ওমর হাফিজ মক্কি ও মাওলানা আবদুর র‌উফ মক্কি।

মাওলানা মুহিউদ্দিন রব্বানী জানিয়েছেন, খতমে নবুওয়ত সম্মেলন বাস্তবায়নে তীব্র প্রস্তুতিগ্রহণ চলছে। সম্মেলনটি সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর