সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

শুক্রবার ডেমরায় মরহুম আব্দুল জলিল সরদারের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করেন শ্রমিকদল, চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি জনাব মোহাম্মদ উল্ল্যাহ। অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালিত হয়।

মোঃ নাজিমুদ্দিন হৃদয় স্বাধীনতার বার্তাকে জানান, দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ নং ওয়ার্ড জনতার কমিশনার ও ডেমরা থানা বিএনপির সদস্য সচিব প্রার্থী জনাব আনিসুজ্জামান এবং ডেমরা থানা বিএনপির আহ্বায়ক প্রার্থী জনাব সেলিম রেজা। তারা সকলেই মরহুম আব্দুল জলিল সরদারের রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করে তাঁর কর্মময় জীবনের জন্য শ্রদ্ধা নিবেদন করেন।

আয়োজক সর্দার তনয় মোহাম্মদ উল্ল্যাহ নেতা বলেন, আমার বাবা আব্দুল জলিল সরদার ছিলেন এলাকার সর্বস্তরের মানুষের প্রেরণা। তিনি জীবদ্দশায় মানব সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। আমাদের নতুন প্রজন্ম তার মতই এই আদর্শকে নিয়ে সামনে এগিয়ে চলুক।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানটি দোয়া পরিচালনার মধ্য দিয়ে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করা হয়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর