আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
প্রচণ্ড শীতে জনজীবন নাজেহাল। শৈত্যপ্রবাহও এখনো অব্যাহত রয়েছে। এরই মাঝে আবহাওয়া অধিদফতর জানায়, আজ দেশের তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে । যেটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন রেকর্ড।
তারা জানিয়েছে, উত্তরবঙ্গের নওগাঁর বদলগাছীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ দেশের রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ মোট ৪১টি জেলাতে শীতের তীব্রতা বিরাজ করছে।
উত্তরবঙ্গের কয়েকটি জেলার লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন যাবত প্রচণ্ড ঠাণ্ডাতে কাঁপছে জনজীবন। মঙ্গলবার (৬ জানুয়ারি) হতে ঠাণ্ডার প্রকোপ আরো বেশি।
বেলা গড়ালেও শীতের তীব্রতা না কমার কারণে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। যারাও বের হচ্ছেন, তারা হিম হাওয়ার কারণে ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে কষ্ট পোহাতে হচ্ছে সকল খেটে খাওয়া মানুষদের। বয়স্ক ও শিশুরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত বিভিন্ন রোগে।
এইদিকে, রাজধানীতে আজকের তাপমাত্রা পূর্বের দিনের তুলনাতে প্রায় ২ ডিগ্রি কমে গেছে। এতে করে অনেক এলাকাতে কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলেন, পরিষ্কার আকাশের জন্য তাপমাত্রা কমছে।
স্বাধীনতার বার্তা / মেবি
