আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস
সারাদেশে বৃদ্ধি পাচ্ছে শীতের দাপট। চারপাশে বইছে হিমেল হাওয়া। তাপমাত্রার পারদ নেমে দাঁড়িয়েছে দশ ডিগ্রির নিচে। আজ (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার চাদরে ঢাকা পড়ার কারণে বেলা গড়ালেও দেশের বেশির ভাগ স্থানে সূর্যের দেখা পাওয়া যায়নি। রাস্তাঘাটে এখনো হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। তীব্র শীতে কষ্টে দিন কাটাতে হচ্ছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। ঠান্ডার কারণে ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে আসছে স্থবিরতা। ছুটির দিন হওয়ার জন্য কাজ ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না কেউই।
শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। যাদের মাঝে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। এইদিকে, ঘন কুয়াশার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। এতে করে ভোগান্তিতে পড়েছে বহু যাত্রী।
স্বাধীনতার বার্তা / মেবি
