আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি
ঘনকুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতে জনজীবন বেশ নাজেহাল। নানা অঞ্চলে উঠানামা করছে তাপমাত্রা। আজ (১০ জানুয়ারি) সারাদেশের মাঝে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা, ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দেশের বেশকিছু জেলাতে বয়ে যাচ্ছে মৃদু হতে মাঝারি শৈত্য প্রবাহ। ভোগান্তি বাড়ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের। দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ হলেও সেটি প্রয়োজনের তুলনাতে অপ্রতুল। বেলা বাড়ার সাথে সাথেই সূর্যের দেখা মিললেও সেটি খুব একটা উত্তাপ মিলছে না। শীতের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। প্রতিনিয়ত নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে।
এইদিকে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাতে সকাল ৬টার দিকে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়।
আবহাওয়া অধিদফতর বলছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে আরো কমপক্ষে দুই দিন। অধিদফতরের দেওয়া এক পূর্বাভাস অনুসারে, এ মাসের অন্তত মাঝামাঝি সময় অবধি শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এই সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে বলে আশঙ্কা করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
