আগুনে পুড়ে ছাই হয়ে গেল পার্বত্য চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রাম আবারও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বাংলাদেশ সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে কমপক্ষে চার আদিবাসীকে হত্যা এবং ৪০ জনেরও বেশি আহত করেছে এবং এরপর আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় অবৈধ মুসলিম বসতি স্থাপনকারীদের আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছে।
এই ঘটনার সূত্রপাত ২৩ সেপ্টেম্বর সিংহিনালা গ্রামে এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায়। ধর্ষণের প্রতিবাদে "জুম্ম ছাত্র জনতা" ব্যানারে আদিবাসীরা পাঁচদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। তবে অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় প্রতিবাদ আরও তীব্র হয়। বাংলাদেশ সেনাবাহিনী এই ঘটনাকে "সাম্প্রদায়িক দাঙ্গা" হিসেবে চিহ্নিত করেছে।