সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

আখাউড়া স্থলবন্দর হতে আগরতলায় গেল ১২০০ কেজি ইলিশ

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি মাছ ভারতের ত্রিপুরা আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

পিকআপ ভ্যানে করে পাঠানো প্রতি কেজি ইলিশ সাড়ে ১২ মার্কিন ডলার করে বিক্রি হয়েছে। যশোরে বেনাপোলের প্রতিষ্ঠান মাহতাব এন্ড সন্স হতে ইলিশ গুলো রপ্তানি করেছেন। আগরতলার ব্যবসায়ী পরিতোষ বিশ্বাস এ সকল ইলিশ আমদানি করেছেন।

রপ্তানিকারক মো: নেছার উদ্দীন বলেন, ইতিমধ্যে ৫৩ টি বক্সে ১ হাজার ১৯২ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। এর পাশাপাশি আরো একটি চালান পাঠানোর কথা হয়েছে।

উপজলা মৎস্য কর্মকর্তা মো: রেজাউল করিন জানান, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সরকার ১হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানি করতে অনুমতি দিয়েছে সরকার। তন্মধ্যে ৩৭ টি প্রতিষ্ঠান ইতিমধ্যে অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর