সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে ওঠল বাংলাদেশ। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসেবে বাংলাদেশে চেয়ে এগিয়ে আছে।

শ্রীলঙ্কার নেট রান রেট +১.৫৪৬, বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের নেট রান রেট +২.১৫০। শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ সুপার ফোরে ওঠার নেট রান রেট কোনো বাধা হবে না। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে।

তবে আফগানিস্তান জিতলে নবী-রশীদরাই গ্রুপ চ্যাম্পয়িন হিসেবে ওঠে যাবে সুপার ফোরে। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আলাদা করা হবে নেট রান রেটের ভিওিতে।

শ্রীলঙ্কা এই হিসাবে এগিয়ে আছে আপাতত। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করলে, রান তাড়ায় ১২৮ করতে পারলেই শেষ চারে যাবে শ্রীলঙ্কা। আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার ৮৪ করলেই হবে।

শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশেকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর