সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

(বুয়েট)এর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। ৭ই অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে ও ২৫এ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবছর এ দুইটি দিবস বিশেষভাবে পালিত হবে জানানো হয়। গতকাল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৭ই অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের পিতা। ২০১৯ সালের ৫ই অক্টোবর বাংলাদেশ-ভারতে হওয়া একটি চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। যার ফলে ৬ই অক্টোবর দিবাগত রাতে আবরারকে তার কক্ষ হতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে আবরারকে নিয়ে যায় ও তাকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি হতে তার লাশ উদ্ধার করে পুলিশ।মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও তা যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে। 

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর