জুতার মালা তাদেরও গলায় পরতে হবে: আব্দুল কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম মুক্তিযোদ্ধাদের অপমান ও লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়েছেন। সর্বক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, যারা আজ মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়, তাদেরও এই মালা গলায় পরতে হবে একদিন। একই পরিণতি তাদেরও হবে।
টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে শনিবারে (২৮ জুন) কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন করেছো। এখন তাহলে কোটা করছো কেন? যতদিন মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন, তাদের সম্মান করতে হবে। তাদের সম্মানী লাখ টাকা হতে পারে।
দুর্নীতি নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের ১৬ বছরে দুর্নীতির চেয়ে গত ১০ মাসের শাসনামলের দুর্নীতি আরো বেশি হয়ে দাঁড়িয়েছে, তাহলে কে ভালো? বৈষম্যবিরোধীদের সফলতার প্রতি হাজারবার সম্মান জানিয়ে তিনি বলেন, কিন্তু এখন তারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়। একদিন এই মালা তাদেরও পরতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।