আশুলিয়ায় ৬ জনের লাশ পুড়িয়ে ৮ আসামি ট্রাইব্যুনালে
আশুলিয়ায় ৫ আগস্ট আন্দোলনকারীদের থানার সামনে গুলি করে হত্যার পর ছয়জনের লাশ পোড়ানোর হয়।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগের শুনানি হবে।
মামলায় আসামি মোট ১৬ জন। গ্রেপ্তার হয়েছে ৮ জন। ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, গোয়েন্দা পুলিশ সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, আশুলিয়া থানার প্রাক্তন উপ-পরিদর্শক আব্দুল মালেক, কামরুল হাসান, আরাফাত উদ্দীন, শেখ আফজালুল হকসহ সাবেক কনস্টেবল মুকুল— এই ৮ জন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবস্থান করছে।
এছাড়াও এ মামলার আরও ৮ আসামি পলাতক। ফলে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের স্থানে তাদের পক্ষে দুজনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব দিয়েছে ট্রাইব্যুনাল।