৭ ঘণ্টা বন্ধ থাকার পরে দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার জন্য ৭ ঘণ্টা বন্ধ থাকার পরে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফেরিগুলো ফের চলাচল শুরু করে বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১১টার পর হতেই কুয়াশার জন্য ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যায় না।
এরপর দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ১টা হতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে মাঝ নদীতে আটকা পড়েছিল ছোট-বড় ২টি ফেরি। কিন্তু কুয়াশার মাত্রা কেটে যাওয়ার ফলে ৭ ঘণ্টা পরে সকাল ৮টার দিকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিসি।
এইদিকে, হাড় কাঁপানো শীত আর কুয়াশা থাকার জন্য প্রায় প্রতিদিনই পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ৬ হতে ১০ ঘণ্টা করে বন্ধ থাকছে ফেরি। এতে করে তিনটি নৌরুটে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।
স্বাধীনতার বার্তা / মেবি
