ইলিশের জোয়ার: পটুয়াখালীতে দুই কেজির মাছের দাম ৬হাজার ৫০০টাকা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের আশাখালি এলাকায় আজ শনিবার ২কেজি ওজনের একটি ইলিশ মাছ জালে ধরা পড়ে। পরবর্তীতে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করা হয় ইলিশটি।
জেলে গিয়াসউদ্দিন বলেন, গতকাল শুক্রবার বিকেলে তিনি বঙ্গোপসাগরের মোহনায় নামে একটি জায়গাতে জালটি পেতেছিলেন। সন্ধার পর জাল তুলতেই অন্য মাছের সঙ্গে ২ কেজি ১০০ গ্রামের একটি ইলিশ মাছ উঠে আসে। শনিবার সকালে আশাখালি ইউনিয়নের মেসার্স হামিম ফিস নামে একটি আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। বিক্রির সময় মাছটির দাম হয় ৬ হাজার ৫৬২ টাকা।