দুই বাসের সংঘর্ষে ১জন নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় কারণে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।
আজ রবিবার সকাল সাড়ে ৮টায় সিরাজদীখান উপজেলার চালতিপাড়া এলাকায় মাওয়াগামী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। কিন্ত তিনি দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহনের হেলপার ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি বাসের পেছনে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয় যার ফলে ইমাদ পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলে বাসটির হেলপার মারা যায়। এতে ইমাদ পরিবহনের চালকসহ কমপক্ষে ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী লেনে প্রায় ৪০ মিনিটের মতো যান চলাচল বিঘ্নিত হয় ও দীর্ঘ যানজটের সৃষ্টিও হয়।
এই বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ বলেছেন, ‘সড়ক এখন সম্পূর্ণ স্বাভাবিক আছে।’