১৬ দফা দাবির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে ১৬ দফা দাবির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ঘোষণাপত্র পড়েন দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। মহাসমাবেশে তিনি বলেন, সংস্কার কমিশনসমূহের মধ্যে ৬ টির প্রস্তাবনা আমাদের কাছে পাঠানো হলে সেই প্রস্তাবনা পর্যালোচনা করে আমরা বিস্তারিত মতামত দিয়েছি। আগামীতে স্বৈরতন্ত্র রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং দেশ পরিচালনায় জনগণের মতামত প্রতিফলন নিশ্চিত করে আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি। এই প্রস্তাবনাগুলোকে যথাযথ বিবেচনায় নেয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে আহবান জানাচ্ছি। তিনি আরো বলেন, ‘সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা এখনো চলমান। বিষয়টি বিবেচনায় নিয়েই এই মহা সমাবেশে থেকে আমরা ১৬ দফা ঘোষণা করছি।’