সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন এক নতুন রিশাদ হোসেনের ঝলক দেখল ক্রিকেট বিশ্ব! ব্যাট, বল আর ফিল্ডিং—প্রতিটি বিভাগেই তিনি ছিলেন উজ্জ্বল, প্রায় অপ্রতিরোধ্য। কিন্তু সিরিজের শেষটা তিনি রাঙালেন এক ১১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে। মাত্র তিন ম্যাচেই রিশাদ বনে গেলেন এক সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি স্পিনার!

সিরিজের শুরু থেকেই এই তরুণ তুর্কি ছিলেন বিধ্বংসী মেজাজে। প্রথম ম্যাচে যখন দলের স্কোর ১৮০ পেরোনো নিয়ে সংশয়, তখন ১৩ বলে ২৬ রানের এক ছোট্ট কিন্তু কার্যকর ঝড়ে বাংলাদেশকে এনে দেন ২০৭ রানের বিশাল পুঁজি। এরপর বল হাতে নিজেই যেন হয়ে ওঠেন একাই একশো! ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে একাই ধস নামিয়ে তুলে নেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট—যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা বোলিং ফিগার।

দ্বিতীয় ম্যাচে তো আরও ভয়ংকর! ব্যাট হাতে ১৪ বলে ৩৯ রানের এক ঝড়ো ইনিংস খেলে মুহূর্তেই রেকর্ড বইয়ে নাম তোলেন। বল হাতে আগের ম্যাচের মতো না হলেও, মূল্যবান ৩ উইকেট নিয়ে জয় এনে দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে দেন দলকে। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ জেতেনি, তবু রিশাদের অলরাউন্ড পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

আর সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে না পারলেও, বল হাতে ঠিকই সময়ের দাবি মিটিয়েছেন। আরও ৩ উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই রচিত হয় নতুন ইতিহাস। পুরো সিরিজে মোট **১২ উইকেট** নিয়ে তিনি পেছনে ফেলেন ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আরাফাত সানির গড়া ১১ বছরের পুরোনো রেকর্ড। আরাফাত সানি সেই পাঁচ ম্যাচের সিরিজে নিয়েছিলেন ১০ উইকেট। সেখানে রিশাদ মাত্র **তিন ম্যাচ খেলেই** এই মাইলফলক ছুঁয়েছেন!

রিশাদ হোসেনের এই পারফরম্যান্স কেবল একটি রেকর্ড ভাঙাই নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় স্পিনার হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লিখে রাখল। এই পারফরম্যান্সই প্রমাণ করে, তিনি এখন দলের অন্যতম সেরা 'গেম চেঞ্জার'।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর