সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মিরপুর টেস্ট ম্যাচে তাইজুল ইসলাম প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এর পূর্বে সাকিবকে ছাড়িয়ে টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি। এইবার তিনি ছাড়িয়ে গেলেন নিজেকেই। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে স্পর্শ করলেন মোট ২৫০ উইকেটের মাইলফলক।

আজ পঞ্চম দিনের ম্যাচে প্রথম ১১ ওভারে কোনও উইকেট পড়তে দেননি কার্টিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। অবশেষে তাইজুল ইসলাম ভাঙলেন তাদের এই প্রতিরোধ। ম্যাকব্রাইনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি ২১ রান করা এই বাঁহাতি ব্যাটারের। আর তাতেই তাইজুলের আড়াইশ উইকেট ছোঁয়া হয়ে গেলো।

দেশের প্রথম বোলার হিসেবে টেস্টে আড়াইশ উইকেট নেয়ার এ কীর্তি গড়লেন তাইজুল। সব কিছু মিলিয়ে বিশ্বের ষষ্ঠ বাঁহাতি স্পিনার হিসেবে আড়াইশ উইকেট পেলেন তিনি। তার সামনে এখনো অনেক পথ আছে। এখনো বাকি আছে বহু রেকর্ডের হাতছানি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর