সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্দে কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার অন্তর্ভুক্তি পূর্বেই নিশ্চিত হওয়া গিয়েছিল। তবে এবার এলো এক আনুষ্ঠানিক ঘোষণা। আজ (৩ নভেম্বর) একটি বিজ্ঞপ্তিতে রুবাবাকে পরিচালক হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ব্যবসায়ী ইসফাক আহসানের জায়গাতে মনোনয়ন দেয়া হয়েছে রুবাবাকে।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টর পদে দায়িত্বরত আছেন। এর পূর্বে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন বলে জানা যায়। তিনি ক্রীড়াক্ষেত্রেও বেশ সম্পৃক্ত ছিলেন। ২০০৯ হতে ২০১৫ সাল অব্দি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও ছিলেন তিনি।

এর পূর্বে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে ১৯৯৮ হতে ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৩ হতে ২০১১ সাল অব্দি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল গ্রামীণফোন। সেই সময়ে রুবাবা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও বেশ পরিচিত একটি মুখ ছিলেন। জানা যায়, বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব গ্রহণ করতে পারেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর