বিপিএলে যুক্ত হলো ‘নোয়াখালী এক্সপ্রেস’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে কেন্দ্র করে নাটকীয়তার যেন শেষ নেই। তিনবার পিছিয়ে যাওয়ার পরে অবশেষে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। ঐতিহ্যবাহী প্লেয়ার্স ড্রাফট বাদ দেয়া হয় এ মৌসুমে। আর ঠিক এ সময়েই যুক্ত হলো এক নতুন উত্তাপ। বিপিএলে এবার যুক্ত হলো নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।
সোমবার (২৪ নভেম্বর) রাতেই গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে যে দেশ ট্রাভেলস মালিকানাতে নোয়াখালী এক্সপ্রেসকে বিপিএলের নতুন দল হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। দলটির এক কর্মকর্তা বলেন, ‘রাতের বেলা আমরা মেইল পেয়েছি এই অনুমোদনের ব্যাপারে। আজই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।’
এ নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার ফলে বিপিএলের দলসংখ্যা পাঁচ হতে বেড়ে দাঁড়াল ছয়ে।
পরিকল্পনা মতো সবকিছু এগোলে বিপিএলের নতুন মৌসুম শুরু হবে ২৬ ডিসেম্বর ও ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। এই আসরকে সামনে রেখে বেশ কিছু পরিবর্তন এসেছে ফ্র্যাঞ্চাইজির মালিকানাতেও।
স্বাধীনতার বার্তা / মেবি
