হারের কারণ হিসেবে কী বললেন লিটন
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটিতে কোন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ দল। এর ফলে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ শেষ করতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। এ ম্যাচ হারের পরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলেন, হারের কারণ হচ্ছে শিশির।
এছাড়া তার ভাষ্যমতে, এ সিরিজে বেশ কঠিন সময় উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এমন কঠিন সময়ের অপেক্ষাতেই ছিলেন লিটন।গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, প্রথম দুই টি-টোয়েন্টির চাইতে অধিক শিশির ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। তিনি আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর পূর্বে যে চ্যালেঞ্জ তিনি আশা করেছিলেন, সেই চ্যালেঞ্জটি তার দল পেয়েছে। শুধুমাত্র সেই চ্যালেঞ্জের কাছেই তার দল হার মেনেছে তা বিশ্বাস করেন না তিনি।
লিটনের মতে, বাড়তি ক্রিকেট খেলার ক্লান্তিও দলের মাঝে চাপ ফেলেছে বলে মনে করেন। অধিনায়ক বলেছেন, শেষ দুই-আড়াই মাসে বহু ক্রিকেট খেলা হয়েছে। এর ফলে ক্রিকেটারদের মাঝে ক্লান্তি যোগ হয়। লিটনের আশা, আয়ারল্যান্ড সিরিজের পূর্বে থাকা ছুটি সকল ক্রিকেটারকে ক্লান্তিহীন করে মাঠে ফেরাবে।
স্বাধীনতার বার্তা / মেবি
