আজ সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশ দলের সামনে এখন সিরিজ বাঁচানোর এক লড়াই। আজ (২৯ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যা ৬টার দিকে আইরিশদের আতিথ্য দেবে টাইগাররা।
প্রথম টি-টোয়েন্টিতে জিতেও দ্বিতীয় ম্যাচের পূর্বে বিশ্রামে নেই আয়ারল্যান্ড। গতকাল (২৮ নভেম্বর) দুপুর একটা হতে অনুশীলন শুরু করেছে আইরিশরা, যদিও ঐচ্ছিক এ অনুশীলনে ছিলেন না প্রথম টি-টোয়েন্টির একাদশে থাকা ক্রিকেটাররা। প্রথম ম্যাচে হেরেও বিশ্রামে ছিল টাইগাররা।
সিরিজের দ্বিতীয় ম্যাচটিও হতে যাচ্ছে ব্যাটিং সহায়ক উইকেটে। গুঞ্জন আছে এ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। কমপক্ষে একজন ব্যাটার ও একজন বোলারের জায়গা বদল হতে পারে। প্রথম ম্যাচে ৩৯ রানের জয় তুলে, তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আয়ারল্যান্ড।
স্বাধীনতার বার্তা / মেবি
