সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ আসন্ন বিপিএলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে রোববার (২ নভেম্বর) বোর্ড সভায় বসছে। জানা যায়, বিকাল রোববার ৩টায় শুরু হবে নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা।

ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বিপিএলের নতুন আসর। ইতোমধ্যে আয়োজক প্রতিষ্ঠান নির্ধারণের পর চলছে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার কাজ। এবার মোট ১১টি প্রতিষ্ঠান বিপিএলে অংশ নিতে আবেদন করেছে, যাদের মধ্যে ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছে বিসিবি।

সভায় ফ্র্যাঞ্চাইজি বাছাই, টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও সামগ্রিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এখনো নতুন অধিনায়ক ঘোষণা করেনি বিসিবি। শান্তকে পুনরায় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ফলে এখন আলোচনায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাবেক অধিনায়ক মুমিনুল হক। রোববারের সভায় এই বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

বিপিএলের গত আসর ঘিরে ওঠা ফিক্সিং বিতর্ক নিয়ে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন সম্প্রতি জমা পড়েছে। সভায় সেই প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে। এছাড়া নারী ও পুরুষ দলের সাম্প্রতিক পারফরম্যান্স, কোচিং স্টাফদের ভূমিকা ও সম্ভাব্য পরিবর্তন নিয়েও আলোচনা হবে।

সব মিলিয়ে, রোববারের বোর্ড সভাটি বিসিবির জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে—বিপিএলের আয়োজন, টেস্ট অধিনায়ক নির্বাচন ও দলের সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে এ সভা বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর