রাশিয়ার মুসলিমদের অবস্থা
ইনি রাশিয়ার একটি মসজিদের ইমাম ছিলেন। প্রায় পনের বছর ইমামিত করেছেন। এখন কয়েক বছর হলো ইমামতি ছেড়েছেন। কোরিয়ায় এসেছেন দুই মাস। রাশিয়ায় ফিরে যাবেন কয়েকদিন পর। কাগজপত্র ঠিক করে আবার আসার ইচ্ছা। তার দুই স্ত্রী ও এগার সন্তান। বয়স আমাদের কাছাকাছিই।
রাশিয়ার দ্বীনী অবস্থা নিয়ে তিনি খুবই নেতিবাচক অভিজ্ঞতা শেয়ার করলেন। পুতিনকে মুসলিম বিশ্বে যেভাবে দেখা হয় ইমাম আব্দুল হাই বললেন, বাস্তবে তার চেয়ে একেবারেই ভিন্ন।
তেগু একটি মসজিদে এ ক’দিন ছিলেন। সেখানে যাবার আগেও আমার সাথে কথা হয়েছিল। দেশে ফেরার আগে এখানে আনসানে কয়েকদিন থাকবেন। আমি বললাম, প্রতিদিন আমরা আলাপ আলোচনা করব। রাশিয়ার মুসলিমদের অবস্থা নিয়ে আমি আরও জানতে চাই।
আমরা নিজেদের দেশের ক্ষমতা দখলের চিন্তায় মত্ত, অথচ কেবল দেশ নয় পুরো বিশ্বের মুসলিমদের নিয়েই আমাদের কাজ করা দরকার। রাজনীতির বাইরেও অনেক কিছু করার আছে। সবাই রাজনীতিতে ডুব দেওয়ার প্রয়োজন নেই।
0 মন্তব্য রয়েছে