- মুফতি ফয়জুল্লাহ আমান কাসেমী
- বৃহস্পতিবার ২০শে নভেম্বর ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ
এক সফর এক অনুভব ইসলামের পথে নতুন শুরু
আনসান মসজিদে আজ কিছুক্ষণ আগে এক কোরিয়ান তরুণ ইসলাম গ্রহণ করেছে।
তার নাম গোয়ানগো, ইসলামি নাম রাখা হয়েছে আনোয়ার।
আলহামদুলিল্লাহ।
কিছু দিন আগে সে মিসর ঘুরতে গিয়ে প্রথমবার ইসলামী সংস্কৃতির স্পর্শ পায়। সেখান থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ জাগে।
তার এক বন্ধু, যে দীর্ঘদিন রাশিয়া ও তাজিকিস্তানে মুসলমানদের সঙ্গে থেকেছে—যদিও নিজে কোনো ধর্ম মানে না—সে-ই তাকে আমার কাছে নিয়ে আসে।
আজ আনোয়ার শাহাদাহ পাঠ করে মুসলমান হলো।
সত্যিই, আল্লাহ যাকে চান তাকেই হিদায়াত দেন।
লেখক সম্পর্কে
লেখক সম্পর্কে এখনো কিছু লেখা হয় নি।
.jpg)
0 মন্তব্য রয়েছে