আমাকে দেওয়া পাদ্রীর দাওয়াত
আজ মসজিদ থেকে বাসায় ফিরছিলাম। কাছে এসে দেখি, এক বৃদ্ধ আমার দরজায় দাঁড়িয়ে জোরে জোরে খটখটাচ্ছেন। কথা বলে বুঝলাম—তিনি চার্চ থেকে ধর্ম প্রচারে এসেছেন।
আমি পরিচয় দিলাম—“আমি একজন মুসলিম বুকচানিম (ইমাম)।”
তবু তিনি বাইবেল থেকে পড়তে শুরু করলেন এবং জেসাস সম্পর্কে আমার মতামত জানতে চাইলেন।
আমি বললাম—“তিনি আল্লাহর একজন নবী।”
তিনি বললেন—“না, জেসাস গডের ছেলে।”
আমি জিজ্ঞেস করলাম—“গডের ছেলে ক’টা?”
তিনি বললেন—“একটা।”
আমি হেসে বললাম—“আপনার ছেলে-মেয়ে কতজন?”
তিনি বললেন—“তিনজন।”
আমি বললাম—“তাহলে কি গড আপনার চেয়ে দুর্বল?”
তিনি কিছুক্ষণ নীরব থেকে হেসে আমার ফোন নম্বর চাইলেন। আমি তার নাম জিজ্ঞেস করলাম—বললেন, “পার্ক মন কু।”
নিচে নেমে দেখি আরেকজন বৃদ্ধও তার সঙ্গে আছেন। আমি গাড়ি থেকে কোরিয়ান ভাষার দুটি ইসলামী বই এনে দু’জনকেই উপহার দিলাম। পরে তাদের দু’জনকে পাশে নিয়ে ছবি তুললাম।
মনে প্রশ্ন জাগল—
এই বয়সে তারা দু’জন ভরদুপুরে হেঁটে হেঁটে নিজেদের ধর্ম প্রচার করছেন। অথচ তাদের ধর্মের ভেতরে রয়েছে কত বিকৃতি! আর আমরা, সত্য ধর্ম ইসলামের ধারক হিসেবে—আমরা আমাদের ধর্মের জন্য কতটুকু করছি?
0 মন্তব্য রয়েছে