Faijullah Aman

আজ হানিয়াং থেকে আসা কোরিয়ান ভাই জিন-এর সাথে অনেক সময় কাটালাম। ইসলাম সম্পর্কে জানার গভীর আগ্রহ নিয়ে তিনি আনসান মসজিদে এসেছেন। তাঁর হাতে তুলে দিলাম কোরিয়ান ভাষায় অনূদিত কুরআন এবং ইসলামের পরিচয়মূলক কয়েকটি বই।

দীর্ঘ কথোপকথনে তাঁর চোখে আমি দেখেছি সত্যের খোঁজ, মনে হলো আল্লাহর বিশেষ এক রহমত প্রবাহিত হচ্ছে। আমি অধীর অপেক্ষায় থাকব সেই মহান মুহূর্তের, যখন তাঁর মুখে শাহাদাহ উচ্চারিত হবে।

প্রত্যেকবার যখন কেউ আমার কাছে শাহাদাহ পাঠ করে মুসলিম হয়, আমার নিজের ভেতরেও মনে হয় যেন এক নতুন জীবনের জন্ম হচ্ছে। এটি এমন এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না—এ এক গভীর আনন্দ ও নবজাগরণের স্বাদ।

আল্লাহ তায়ালা এই ভাইটিকে হিদায়াত দিন, ঈমানের আলোতে তাঁর জীবন আলোকিত করুন।

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ