স্বপ্নে যদি কেউ নিজেকে মৃত বা হত্যা হতে দেখে?
প্রশ্ন: স্বপ্নে যদি কেউ নিজেকে মৃত বা হত্যা হতে দেখে তাহলে কি হবে?
উত্তর জানার আগে স্বপ্ন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিই।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:"স্বপ্ন তিন প্রকারের হয়:
১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ,
২) শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন,
৩) মানুষের মনের কল্পনা।"(সহীহ মুসলিম, হাদিস: ২২৬৩)
নবী ﷺ বলেছেন:"যখন তোমাদের কেউ ভাল স্বপ্ন দেখে, তা আল্লাহর পক্ষ থেকে। সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তা যার কাছে পছন্দ করে তার কাছে বর্ণনা করে।"(সহীহ বুখারী, হাদিস: ৬৯৮৫)
নবী ﷺ বলেছেন:
"যখন কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখে, তা শয়তানের পক্ষ থেকে। সে যেন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে এবং বাম দিকে তিনবার থুথু ফেলে (শুকনা ভাবে ফুঁ দেয়), তখন তা কোন ক্ষতি করতে পারবে না। আর সে যেন এ স্বপ্ন কারো কাছে প্রকাশ না করে।"
(সহীহ বুখারী, হাদিস: ৬৯৯৫; সহীহ মুসলিম, হাদিস: ২২৬১)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে, সে আমাকে সত্যিই দেখেছে। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না।"
(সহীহ বুখারী, হাদিস: ৬৯৯৪; সহীহ মুসলিম, হাদিস: ২২৬৬) ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, তা বর্ণনা করা যায়।খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, কারো কাছে বলবে না;আল্লাহর নিকট আশ্রয় চাইবে।অপর এক হাদিসে রাসূলুল্লাহ ﷺ স্বপ্নকে নবুওয়াতের একটি অংশ বলেছেন। সহীহ হাদিসে এসেছে: নবী করীম ﷺ বলেছেন:
"সৎ স্বপ্ন হলো নবুওয়াতের ছয়চল্লিশ ভাগের একটি ভাগ।"
(সহীহ বুখারী, হাদিস: ৬৯৮৯; সহীহ মুসলিম, হাদিস: ২২৬৩)নবুওয়াত (পয়গম্বরী) শেষ হয়ে গেছে, কিন্তু সৎ স্বপ্ন এখনো রয়ে গেছে।সৎ স্বপ্ন মুমিনের জন্য সুসংবাদ।নবী ﷺ-এর সময়ে ওহীর একটি ধরন ছিল সৎ স্বপ্ন।
অর্থাৎ সৎ/সত্য স্বপ্ন হলো নবুওয়াতের ৪৬ ভাগের ১ ভাগ।সুতরাং স্বপ্ন নিয়ে মানুষের সীমাহীন আগ্রহ উদ্দীপনা থেকেই মূলতঃ এ বিষয়টি ধীরে ধীরে অবতারণা করা। এবার তাহলে চলুন আমরা কাঙ্খিত উত্তরটি জেনে নিই।
উত্তর: স্বপ্নে যদি কেউ নিজেকে মৃত বা হত্যা হতে দেখে তাহলে সে দীর্ঘায়ু লাভ করবে।
মুফতি মুহাম্মাদ আইয়ুব
মুহতামিম; জামিয়া আবু বকর সিদ্দিক রা: মাদ্রাসা,গোপালগঞ্জ

0 মন্তব্য রয়েছে