স্বপ্নে যদি আযান বলে তাহলে কিসের প্রমাণ বহন করে?
স্বপ্ন এক রহস্যময় জগত আমরা তা জানি। একরাতে কতকিছুই আমরা দেখি। এক দৃশ্যে হাসি অপর দৃশ্যে কান্না করি।
পাঠক! চলুন তাহলে আজ আমরা সুখ দু:খেরই কিছু স্বপ্ন আলোচনা করি
প্রশ্ন: স্বপ্নে যদি আযান বলে তাহলে কিসের প্রমাণ বহন করে?
উত্তর:যদি হজ্বের মাসে দেখে তাহলে হজ্ব করার সৌভাগ হবে,যদি অন্য মাসে দেখে তাহলে ভালো বিষয়ের চর্চা হবে। আর যদি দেখে আযানে কালিমা বলছে যা সে নিজেই জানে না তাহলে সে চোর হবে।
প্রশ্ন: স্বপ্নে যদি কেউ অসময়ে আযান দেয়?
উত্তর: জালেম জুলুমে অভ্যস্ত হওয়ার দলিল অথবা তার উপর অপবাদ আরোপিত হবে। স্বপ্নদৃষ্টা নিরপরাধ হবে।
প্রশ্ন: স্বপ্নে যদি রাস্তায় আযান বলতে বলতে যায়?
উত্তর: হজ্ব করার ইঙ্গিত।
আল্লাহ পাক আমাদেরকে কবুল হজ্বের তাওফিক দান করুন,আমিন।

0 মন্তব্য রয়েছে