উত্তর: ক্ষমতা হারিয়ে যাবে, ইজ্জত সম্মান ভূলুন্ঠিত হবে।

স্বপ্ন নিয়ে আজ এক ভাই দারুণ একটি প্রশ্ন করেছেন।

স্বপ্নে যদি কেউ নিজের আংটি হারিয়ে ফেলে?

তাহলে এর কি ব্যাখ্যা হবে?

উত্তর: ক্ষমতা হারিয়ে যাবে, ইজ্জত সম্মান ভূলুন্ঠিত হবে।

প্রিয় পাঠক! এবার আসুন আমরা এ পর্বে আরো কিছু স্বপ্নের ব্যাখ্যা জানি।

প্রশ্ন: স্বপ্নে যদি কেউ বানর দেখে তাহলে কি হবে?

উত্তর: ধন সম্পদ হারিয়ে যাবে।

প্রশ্ন: স্বপ্নে যদি কেউ আম খায় তাহলে কিসের লক্ষণ?

উত্তর: সম্পদ অর্জনের আলামত অথবা সন্তান হবে।

প্রশ্ন: স্বপ্নে লোহা দেখা কিসের আলামত?

উত্তর: খুশির কারণ হবে,মর্যাদা বৃদ্ধি হবে।

প্রশ্ন: স্বপ্নে যদি আযান বলে তাহলে কিসের প্রমাণ বহন করে?

উত্তর:যদি হজ্বের মাসে দেখে তাহলে হজ্ব করার সৌভাগ হবে,যদি অন্য মাসে দেখে তাহলে ভালো বিষয়ের চর্চা হবে। আর যদি দেখে আযানে কালিমা বলছে যা সে নিজেই জানে না তাহলে সে চোর হবে।

প্রশ্ন: স্বপ্নে যদি কেউ অসময়ে আযান দেয়?

উত্তর: জালেম জুলুমে অভ্যস্ত হওয়ার দলিল অথবা তার উপর অপবাদ আরোপিত হবে। স্বপ্নদৃষ্টা নিরপরাধ হবে।

প্রশ্ন: স্বপ্নে যদি রাস্তায় আযান বলতে বলতে যায়?

উত্তর: হজ্ব করার ইঙ্গিত বহন করে।

প্রশ্ন: স্বপ্নে যদি মিষ্টি আনার খাওয়া দেখে ?

উত্তর: সম্পদ অর্জন হবে। আর সকল মিষ্টান্ন( ফল) দ্বারা দলিল হল,দুনিয়ায় সুখী থাকবে।

প্রশ্ন: স্বপ্নে যদি কেউ আনার ছিলে খায় ?

উত্তর: যদি আনারের মৌসুমে এই স্বপ্ন দেখে তাহলে কল্যান ও বরকতের নিদর্শন এটা আর যদি ভিন্ন মৌসুমে দেখে সেটা হচ্ছে দু:খ কষ্ট বিপদের দলিল।

প্রশ্ন: স্বপ্নে যদি কেউ আঙ্গুরের রস নিংড়াতে দেখে?

উত্তর: খুশির প্রমাণ বহন করে।

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ