দরবারে দিল

দরবারে দিল

উমেরা আহমাদ

আমি যে খুব সুন্দরী এটা জানতাম না তা নয় বরং এই প্রথম কোন পুরুষের মুখ থেকে কথাটা শুনলাম।

সিঙ্কের সামনে দাঁড়িয়ে থালাবাসন ধুচ্ছি আর কল্পনার জগত তার কথাটা কানে বাজছে, আমি কি তোমাকে বলেছি যে,আমি খুব সুন্দর? না, তবে তুমি অনেক সুন্দর "

সিঙ্কের সামনে দাঁড়িয়ে ৪টি প্লেট আমি চল্লিশ বার ধুয়েছি।

প্লেটগুলো যে বারবার ধুচ্ছি তা মনেই নেই।

দুই সপ্তাহর মধ্যে এই প্রথম আমি কলারকে নিয়ে ভাবতে বাধ্য হয়েছি, কারণ সে তার আচরণ দিয়ে আমাকে ভাবতে বাধ্য করেছে।

যখন কোন পুরুষ একজন মেয়েকে বলে তুমি খুব সুন্দরী তখন অর্থ হয়, মেয়েটা পুরুষের জন্য কোন না কোনভাবে খুব গুরুত্বপূর্ণ।

সে তাকে অনেক মেয়েদের ভীড়ে আলাদাভাবে চিনতে পারে।

এই তো কয়েকদিন আগে কলেজে আমার বন্ধুরা এ বিষয়ে কথা বলছিল।

অবসর সময়ে কলেজের গ্রাউন্ডে বসে সামিয়া, সানা ও সুআইবা কথা বলতে বলতে এ পর্যায়ে পৌঁছে গিয়েছিল।

আমি মনে করি, পুরুষ যখন কোন মেয়েকে এ কথা বলে তখন মূলতঃ মেয়েক দেখে তার ভিতর যে অবস্থা সৃষ্টি হয় সেই ফিলিংসটা এই অনুভূতির মাধ্যমে তার কাছে পৌঁছায়।

সানা সামিআর কথার জবাবে তার মন্তব্য করে বসল।

তার চেহারা বডি ফিটনেস দেখে সে নিজের ভিতর কি অনুভব করে……… কেননা সৌন্দর্য হয়তো আমাদের প্রভাবিত করে, অথবা ভীত করে কিংবা উত্তেজিত করে।

মনে হয় পুরুষরা এই তিনটাই অনুভব করে।

আমি বাদাম খাচ্ছিলাম আর ওদের কথাবার্তা শুনছিলাম।

আমরা যেহেতু সাইক্লোজির স্টুডেন্ট তাই বেশিরভাগ সময় এসব নিয়েই কথা হত।

আমার মতে যখন কোন পুরুষ সুন্দরী মেয়েকে বলে তুমি অনেক সুন্দর তখন পরোক্ষভাবে অর্থ হয়, তুমি বিশেষভাবে আমার জন্যই। কেননা সব মেয়েকে সব পুরুষের চোখে সুন্দর লাগে না।

আর সব মেয়ের চোখেও সব পুরুষকে সুন্দর দেখায় না।

কিন্তু যখন সে কোন মেয়েকে এ কথা বলে তখন অর্থ দাঁড়ায়, সে এ মহিলার ব্যাপারে বিশেষ কিছু অনুভব করছে। সুআইবার দর্শন বর্ণনা শেষ হল।

সামিয়া আমাকে সম্বোধন করে বলল,মাহের কি বল?

আমি বাদামের খোসা ছিলতে ছিলতে ৩ জনের দিকে পালা করে চোখ বুলালাম।

দানা মুখে পুরতে পুরতে বললাম, আমার মতে, যখন কোন পুরুষ কোন মেয়েকে বলে তুমি খুব সুন্দরী তখন বুঝতে হবে পুরুষটা তাকে বেকুব বানাচ্ছে।

সে মূলতঃ বলতে চাচ্ছিল না যে, তুমি খুব সুন্দরী বরং বুঝাতে চাচ্ছিল তোমাকে খুব সহজে নির্বোধ বানানো যায়।

আর যেসব মেয়েরা পুরুষের কথায় প্রভাবিত হয় তারা আসলে প্রমাণ করে দেয় যে,আমাকে শুধু বলদ বানানোই যায় না বরং আমি আগ থেকেই বলদ।

আমি আরো কিছু বলার আগেই সুআইবা জোরে আমার কাঁধে চাপড় মারল।

নিজেকে সামলে নিয়ে বললাম কি হয়েছে?

সে উত্তেজিত হয়ে বলল,Get Lost

এমন ইস্যুতে তোমার মতামত গ্রহণ করা হবে এমন যোগ্য তুমি হওনি।

তুমি আগে থেকেই একপেশে।

ভাষান্তরঃ মুহাম্মাদ আইয়ুব

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ