একটি আয়াত একটি জবাব

একটি আয়াত একটি জবাব

 

আজকাল ফেসবুকে দেখছি অনেক মুসলিম  ভাইয়েরা বিশেষ করে যুবক মুক্তমনা শ্রেণী ধর্মীয় ইস্যুতে হুজুরদের গালাগাল দিয়ে ভ্রান্তদের পক্ষ নিচ্ছেন, যুক্তিতর্ক পেশ করছেন।

আমি মোটেও অবাক হয়নি বরং নিজেকে ও নিজেদেরকে দোষারোপ করি।সময়মতো সঠিকভাবে মানুষের কাছে ইসলামের মর্মবাণী, ব্যাখ্যা পৌঁছে দিতে কার্পণ্য অলসতা করেছি যে জন্য আজ শতকরা 98 ভাগ মুসলমানের সামনে ধর্মের সঠিক নির্দেশনা নেই শুনে শুনে মুসলমান

এখন আমরা সেসব অন্ধকার দিক পিছনে ফেলে নতুনভাবে এগিয়ে যেতে চাই আজ থেকে।

পাঠক! চলুন প্রথম দিন বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দেওয়া আল কুরআনুম মাজিদ থেকে একটি আয়াত ও সেখান থেকে প্রাপ্ত জবাব এবং শিক্ষা দেখে নিই।

আল্লাহ পাক সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে শক্ত ও স্পষ্টভাবে নির্দেশনা দিচ্ছেন,

﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ ﴾

অর্থঃহে ঈমানদারগণ! তোমরা ইসলাম/শান্তির মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের ধাপ অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।

রেফারেন্সসহ বিশদ ব্যাখ্যা (تفسير)

  ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً” — ইসলামে সর্বাংশে প্রবেশ করো

🔹 অর্থ

ইসলামের জীবনব্যবস্থাকে পুরোপুরি গ্রহণ করা

আকীদা

ইবাদত

আখলাক

অর্থনীতি

পরিবার

সমাজনীতি

লেনদেন

সবক্ষেত্রে আল্লাহর বিধান মানা।

অনেকে রেফারেন্স চায় বিধায় সেগুলোও নিচে দিয়ে দিলাম

তাফসীর ইবন কাসীর:

> “السِّلْم بمعنى الإسلام؛ أي خذوا بجميع شرائع الإسلام

অর্থ: সিলম অর্থ ইসলাম অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করো।

তাফসীর তাবারী:

> “أمِرُوا أن يدخلوا في الإسلام بأعماله كلها

অর্থ: তাদের নির্দেশ দেওয়া হয়েছে ইসলামের সব বিধান মানতে।

كَافَّةً” — আংশিক নয়, সম্পূর্ণভাবে

🔹 অর্থ

অর্ধেক ইসলাম, অর্ধেক জাহেলিয়াত নয়

সুবিধামত কিছু বিধান মানা আর কিছু বাদ দেওয়া নয়

ইসলামী জীবন ব্যবস্থাকে পুরোপুরি ধারণ করতে বলা হয়েছে

🔹 রেফারেন্স

ইমাম কুরতুবী:

> “معنى كافة: جميعكم، وقيل معناه: جميع شرائع الإسلام

অর্থ: কাফ্ফাহ মানে তোমরা সবাই মিলে; আবার বলা হয়, ইসলামের সব বিধান।

ولا تتبعوا خطوات الشيطان” — শয়তানের ধাপে ধাপে ধোঁকা

🔹 অর্থ

শয়তান কাউকে হঠাৎ বড় পাপে ফেলতে চায় না।

সে ধাপে ধাপে মানুষকে

সামান্য গাফেলতি

ছোট পাপ

বড় পাপ

আল্লাহর বিধান অমান্যতায়

সমাজে অশান্তি সৃষ্টি

সম্পূর্ণ বিচ্যুতি

এভাবে নিয়ে যায়।

🔹 রেফারেন্স

ইবন কাসীর:

> “خطوات الشيطان: أي طاعته، وكل معصية فهي من خطواته

অর্থ: শয়তানের পদক্ষেপ মানেতার আনুগত্য; প্রত্যেক গুনাহই তার ধাপগুলোর একটি।

إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ” — শয়তান প্রকাশ্য শত্রু

🔹 অর্থ

কুরআনে আল্লাহ বহুবার বলেছেন

শয়তানের শত্রুতা গোপন নয় বরং প্রকাশ্য। সে মানুষের

ঈমান

পরিবার

সমাজ

ন্যায়বিচার

শান্তি

সব কিছু ধ্বংস করতে চায়।

🔹 রেফারেন্স

তাবারী, ইবন কাসীর উভয়েই উল্লেখ করেন:

> “يبين عداوته في كل زمان

অর্থ: তার শত্রুতা সব যুগে প্রকাশ্য।

🧾 সংক্ষেপে আয়াতের সারকথা

ইসলামকে আংশিক নয়সম্পূর্ণভাবে গ্রহণ করো

শরীয়তের সব নির্দেশ মানোবাছাই করা নয়

শয়তানের ধাপ অনুসরণ করো নাছোট ভুল বড় বিপদ

কারণ শয়তান তোমার স্পষ্ট শত্রু

তাহলে পাঠক! কি বুঝলাম এই আয়াত থেকে?

ইসলাম পূর্ণাঙ্গভাবে মানতে হবে যদি আপনি মুসলমান হন।

আর যদি মুসলিম না হন তাহলে ইসলামের বিভিন্ন আইন কানুন উত্থাপন করে হিন্দু বৌদ্ধ খৃষ্টান নাস্তিক মাজার শিরিক বেদআত বাউল ফাউলদের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন না।

কারণ ধর্ম হিসেবে তো আপনি ইসলামকে মানছেন না তাহলে অহেতুক মুসলমানদের আঘাত দেওয়ার জন্য কেন এ পন্থা অবলম্বন করবেন?

দয়া করে এবার ফিরে আসুন

 

মুফতি মুহাম্মাদ আইয়ুব

মুহতামিম: জামিয়া আবু বকর সিদ্দিক রা: মাদ্রাসা ও এতিমখানা

বলাকইড়.গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ