অন্ধত্ব আর কল্পনার দৃশ্য: চার্লস বোনে সিনড্রোম
বয়স বাড়ার সাথে সাথে অনেকে দৃষ্টিশক্তি হারান। কিন্তু অনেকেই জানেন না, কিছু মানুষ তখন এমন দৃশ্য দেখতে পান যা বাস্তবে নেই। এই অবস্থাকে বলা হয় চার্লস বোনে সিনড্রোম।
৭৮ বছর বয়সী রুখসানা বেগম দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। হঠাৎ একদিন তিনি জানালার বাইরে বিশাল এক বাগান দেখতে পান, যেখানে নানা রঙের পাখি ও অচেনা মানুষ ঘুরে বেড়াচ্ছে। অবাক হলেও, তিনি বুঝতে পারেন কিছু অস্বাভাবিক হচ্ছে। ডাক্তার দেখানোর পর জানা গেল, তার মস্তিষ্ক নিজের মতো করে ছবি তৈরি করছে—কারণ চোখ তার কোনো তথ্য দিচ্ছে না।
চার্লস বোনে সিনড্রোম সাধারণত বয়স্ক ও চোখের রোগে আক্রান্তদের মধ্যে দেখা যায়। আক্রান্তরা জানেন যে যা দেখছেন তা বাস্তব নয়, তবে দৃশ্যগুলো অনেক সময় এতটাই স্পষ্ট যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই অবস্থা বিপজ্জনক না হলেও মানসিকভাবে ভীতিকর হতে পারে।
ডাক্তারদের মতে, পরিবার ও চিকিৎসকের সমর্থন, আলোঝলমলে পরিবেশ এবং চোখের চিকিৎসা উপকারী হতে পারে। সবচেয়ে বড় কথা—এই অভিজ্ঞতা কেউ গোপন না রেখে চিকিৎসকের সঙ্গে আলোচনা করলেই সমাধানের পথ খোলে।
0 মন্তব্য রয়েছে