চাবি সমাচার
চাবি সমাচার
4-12-25
মাস দুয়েক আগে আমার চাবির ছড়া হারিয়ে গেল।
স্বামী স্ত্রী দুইজন মিলে পুরো ঘর প্রায় ঘন্টাখানেকের মতো তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না।
শেষমেশ নিরুপায় হয়ে মাদ্রাসার রুমের তালাটা আধঘন্টা কসরত করে ভেঙে ফেললাম!
হাফ ছেড়ে বাঁচলাম, রুমে ঢোকা গেল।
মোটরসাইকেলের চাবি আলাদা নইলে বিকলাঙ্গ হয়ে বসে থাকা লাগতো।একটা চািবি যে কত মূল্যবান হাড়েহাড়ে টের পেলাম। এখন নিজের যত্ন না নিলেও চাবির যত্ন নিই 24 ঘন্টা কারণ হারিয়ে গেলেই আমি বেচারা অসহায়,নিরুপায়।
প্রায় দুইমাস পর আসরের সময় মনে পড়ল নবীজীর একটি দারুণ কথা,
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যিনি বলেছিলেন।
"নামাজ বেহেশতের চাবি" (তিরমিজি)
আমার হারিয়ে যাওয়া চাবির সাথে হাদিসের যথার্থতা মিলিয়ে মাথ হাত দিলাম।
জান্নাতে যেতে নামাজ কত প্রয়োজন! যদি নামাজ পড়ি সময়মতো পাঁচ ওয়াক্ত তাহলে তো এক ব্যবস্থা হল নইলে?
আর চাবি ছাড়া জান্নাতের সামনে গেলে কি দশা হবে!তখন তো দুনিয়ায় ফিরে এসে চাবি বানানোর সুযোগ নেই।
এজন্য জ্ঞানীরা বলেছেন, “আজকের কাজ কালকের জন্য রেখে দিও না।”

0 মন্তব্য রয়েছে