তৌহিদী জনতা কারা?
আজ মানিকগঞ্জ তৌহিদী জনতা বাউল ফকিরদের আস্তানা হামলে পড়েছে,পানিতে ফেলেছে, নিউজ মারফত দেখলাম চারজন হাসপাতালে।
দেশে মুসলিমদের উপর অন্যায় হলে এসব মূলধারার মিডিয়া খুঁজে না পাওয়া গেলেও বেদআতী,বাউল ফকির,হিন্দু খৃষ্টানদের গতর থেকে একটু চুন খসলেই এসব নিউজের তামাম আগ্রহ উদ্দীপনা খিস্তিখেউড় চোখে পড়ে। তাই এসব মিডিয়াকে আমি বরাবর দাজ্জালী মিডিয়া বলি।
এবার তাওহীদী জনতা প্রসঙ্গে আসি, কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো,মদের দোকান সদলবলে লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলা,বাউলদের ধাওয়া করে পিটিয়ে আহত করা, জটাধারীদের জট কাটা এইসব দায়িত্ব আপনাদের কে দিল?
দেশে কি আর কোন কাজ নাই করার মতো?
এ দেশে অসংখ্য আলেম উলামা দা'য়ী এ্যক্টিভিস্ট,লেখক আছেন যারা ইসলামের পক্ষে নিরলসভাবে দিন রাত কাজ করছেন,ইসলামের বিরুদ্ধে যে কোন ইস্যুতে সোচ্চার থাকেন তারপর ও তিনি ইসলামের প্রতিনিধিত্ব করছেন এগিয়ে যাচ্ছেন।
কিন্তু আপনারা অতি উৎসাহী হয়ে দেশ ও দশের সর্বোপরি ইসলামের কত ক্ষতি করছেন বুঝতে পারেন?
পিটিয়ে সংশোধন করার পদ্ধতি কই পেলেন?
নবীজীর সীরাত থেকে দয়া করে একটু দেখাতে পারবেন?
প্রিয় তৌহিদী জনতা! আপনাকে মনে রাখতে হবে আপনি সত্যিকারের তৌহিদী জনতা হলে আপনার চারিপাশে ৩২ টা ধারালো দাঁত অপেক্ষায় আছে কামড় বসাতে। যার তার মুখে নারায়ে তাকবির শুনে ঝাপিয়ে পড়বেন না প্লিজ।
আপনাকে সতর্ক থেকে নিজের কাজটা অনায়াসে করতে হবে যেন খাদ্য হজম হয়। এখন দাঁতের কামড়ে আপনিই যদি আহত হয়ে পড়ে থাকেন তাহলে খাদ্য হজম করবে কে?
দয়া করে একটু বোধের পরিচয় দিন।
নবীজীর সিরাত পড়ুন,সাহাবায়ে কেরামের আদর্শ দেখুন নিজেদের অনেক ভুল চোখে পড়বে ইনশাআল্লাহ।
দিনলিপি নভেম্বর
২৩-১১-২৫

0 মন্তব্য রয়েছে