কাদিয়ানী সম্প্রদায় মুসলমান নয়—কেন? সংক্ষিপ্তভাবে জানতে পড়তে পারেন এই বইটি
কাদিয়ানী সম্প্রদায়।
তারা কি মুসলিমদের অন্তর্ভুক্ত?
তারা কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে?
তারা কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ লালন করে?
তারা কুরআনকে মেনে চলে?
তারা নাকি হাদিসও মেনে চলে?
দুঃখজনক বাস্তবতা। আমাদের দেশের অনেক মুসলিম ভাই এই প্রশ্নগুলোর উত্তরে হ্যাঁ-বোধক সম্মতি দিবে। কিন্তু এটা তো ভীষণ ভয়ংকর কথা। আজ যদি আমরা তাদেরকে সত্যের পথে বলে বিশ্বাস করি, তাহলে কাল আমরা তাদের পথে চলে যেতে দ্বিধাবোধ করবোনা। অথচ তাদের পথ একজন মুসলমানের পথ কোনোভাবেই হতে পারে না।
কাদিয়ানী সম্প্রদায় কেন মুসলিম নয়, কেন তাদেরকে সৎ পথের পথিক বলে বিশ্বাস করা যাবে না, বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার।
কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে উলামায়ে কেরামের অনেকেই লিখেছেন, আলোচনা করেছেন এবং করছেন। সে জগতে নতুন একটি সংযোজন 'আলোকধারা প্রকাশন' এর 'কাদিয়ানী সম্প্রদায় যে কারণে মুসলিম নয়' বইটি।
১৪৪ পৃষ্ঠার ছোট এই বইটিতে বিষয়টি মোটামুটি সংক্ষেপে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। মুদ্রিত মূল্য ২৫০ টাকা। লিখেছেন বহু গ্রন্থপ্রণেত, অনুবাদক, সম্পাদক, শায়খুল হাদীস মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ।
0 মন্তব্য রয়েছে