Isa_alaihissalam_Book

হজরত ঈসা আ. উচ্চ মর্যাদার অধিকারী একজন মহান নবী। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে পুনরায় অবতরণ করবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন। দাজ্জালকে হত্যা করবেন। গোটা পৃথিবীতে ন্যায় ইনসাফের শাসন প্রতিষ্ঠা করবেন। তাঁর আগমনে সর্বত্র ইসলাম ও মুসলমানদের বিজয় নিশ্চিত হবে।

তিনি কখন কোথায় কীভাবে অবতরণ করবেন, অবতরণকালে পারিপার্শ্বিক অবস্থা কেমন হবে এবং অবতরণের পর তিনি কী কী কার্য সম্পাদন করবেন, পৃথিবীতে তখন কী কী ঘটনা ঘটবে- এ সকল প্রশ্নের বিস্তারিত বিবরণ জানতে পড়ন "ঈসা আ. এর অবতরণ কিয়ামতের অন্যতম প্রধান নিদর্শন"।

অত্যন্ত গুরুত্বপূর্ন ও তথ্যবহুল এ রচনায় শক্তিশালী দলীল-প্রমাণের মাধ্যমে হজরত ঈসা আ. এর পুনরায় অবতরণের বিষয়টি চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এ সম্পর্কে সৃষ্ট বিভ্রান্তিগুলোর সঠিক ও বস্তুনিষ্ঠ সমাধানও পেশ করা হয়েছে জোরালোভাবে।

মাওলানা ফয়জুল্লাহ রচিত এই বইটির সম্পাদনা করেছেন মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ।

বইটি ডিসকাউন্টে কিনতে এখানে ক্লিক করুন। রকমারির চেয়ে আরো বেশি ডিসকাউন্ট অফার জিততে Champion25 প্রমোকোডটি ব্যবহার করুন।

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ