procholito bhul book

আচ্ছা, রাতের বেলা ঝুটা পানি বাইরে ফেলা অলুক্ষুণে?
দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে করা যাবে না?
হাটুর কাপড় সরে গেলে কী ওযু ভেঙ্গে যাবে?
তারাবীহ পড়তে না পারলে কী রোজাও হবে না?

_________এমন শত শত কথা আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু কেন? কারণ অজ্ঞতা, প্রচলিত ভুল-ভ্রান্তি। বর্তমান সমাজে ইবাদতের নামে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ভুল বিশ্বাস, জাল হাদীস, শিরক ইত্যাদি। এদিকে আমরা এগুলো করে থাকি সওয়াবের নিয়তেই। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাব্যস্ত কি-না তা যাচাই করি না। অথচ এসব ভুল সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি। এসব ভুল গুলো সম্পর্কে ধারণা পেতে এবং তা থেকে বিরত থাকার লক্ষ্যে আলোকধারা প্রকাশন নিয়ে এসেছে “বিশ্বাস ও কর্মে প্রচলিত ভুল-ভ্রান্তি” বই। বইটিতে লেখক শুধুমাত্র প্রচলিত ভুলগুলো চিহ্নিত করেই ক্ষান্ত হননি, বরং এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহ অনুযায়ী কি আমল রয়েছে সেটাও তুলে ধরেছেন। আমার পড়া অন্যতম সেরা একটি বই এটি। যুগোপযোগী এই গ্রন্থ পাঠে কোনো পাঠকই বিরক্ত হবে না। বরং বিষয়গুলো জানার পর আল্লাহর দরবারে এবং প্রকাশনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করবে বলে আমার বিশ্বাস। তাই সকলের নিকট অনুরোধ বইটি একবার হলেও পড়ুন। আর বেরিয়ে আসুন সমাজের প্রচলিত কিছু ভুলের জগত থেকে।

বই: বিশ্বাস ও কর্মে প্রচলিত ভুল-ভ্রান্তি
রচনা: হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ.
অনুবাদ: মাওলানা ফয়জুল্লাহ
সম্পাদনা ও সংযোজন: মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
পৃষ্ঠা: ৩৩৬
মুদ্রিত মূল্য: ৫৮০৳
প্রকাশনায়: আলোকধারা প্রকাশন

রিভিউটি লিখেছেন আজমিন আক্তার ইভা

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ